Photo Copyright @ Rambles and Rhymes
কবিতা এখন আর ক্ষিদে
মেটায় না
ভালোবাসার রঙে রাঙিয়ে
দিয়ে যায়না–
শুধু যন্রনার বেহালায় ছড় টেনে
বেহাগের করুন সুরের
মূর্ছনা ছড়িয়ে যায়।
মনের শব্দকোষ শুকিয়ে গেছে
প্রকাশ করার অপেক্ষায় থেকে,
এখন আমি বন্ধ্যা,
আর ভূমিষ্ঠ হয় না
কাব্যিক অনুভূতির নতুন শিশু।
দূষিত হয়ে গেছে মনের উঠোনে
বিষাদের বিষাক্ত ছোবলে,
কামনার কদর্যতায় কর্দমাক্ত
হয়েছে বহুবার নরম অনুভূতিগুলো।
হারিয়ে যাচ্ছে বহু ব্যবহারে
আমার নিজস্বতা,
এখন আমি বিস্মৃত বন্দী
অক্ষরমালার অক্টোপাসের কাছে।
তাই কবিতা তোমাকে দিলাম ছুটি
আমি চললাম দীর্ঘ পরবাসে
আমার নিজস্ব সৃষ্ট তপোবনে।।

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
প্রবীর ভদ্র এর আরো লেখা পড়তে ক্লিক করুন দেবীপক্ষ স্বাধীনতার-একাকীত্ব স্বাধীনতা-যখন-পণ্য ফাউন্টেন-পেন লজ্জা
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941