বন্ধু মানেই নীল আকাশে
হঠাৎ হারিয়ে যাওয়া,
বন্ধু মানেই মিষ্টি মনের
কাউকে খুঁজে পাওয়া।
বন্ধু মানেই দূর থেকে
আসা কাছাকাছি,
এই কথাটাই জানিয়ে দেওয়া
বন্ধু যে আমি আছি।
বন্ধু আমরা সকলে
ছিলাম, আছি, থাকবো
সারা জীবন এভাবেই
একসঙ্গে বাঁচবো।
বন্ধু মানে এক ভালোবাসা
কত বলব আর;
সুখে থেকো, ভালো থেকো
বন্ধু তুমি আমার।
কলমে শুভ্রব্রত রায, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান