নির্বাসিত নারী

কলমে প্রামানিক

0
217

জানালার কাঁচে দেখি তাকে|
দৃষ্টি মায়াবী, হালকা হাসি;
স্বপ্নাতীত রমণী –
যেন, রূপসী মোনালিসার পুনর্জন্ম|

অনেকটা অপেক্ষার পর –
যেই চোখ ক্লান্তি মাখতে বাধ্য হয়,
মুখোশে তার,
তেমনি ছিল অন্ধকার|
বঞ্চিত – মনে হয়েছিল,
সেই নারী নির্বাসিত|

বুকটা ফাঁকা ছিল তার,
গলার অলংকার বলতে –
শুধুই সোনালী চামড়া|
শুকনো ঠোঁটে,
প্রেমের পিপাসায় কাতর –
তৃষ্ণার্ত এক বালুরাশি|
সিঁথিতে সিঁদুরের আঁচড়|
মায়াবী চাহনি তার –
মন্ত্রমুগ্ধ হই আমি|

সমর্পিত শরীরের,
আওহ্বান আসে –
শুধু বলতে, “কাছে এসো!”;
অথচ, আমি যে “paralyzed”;
সেই ছবি কি তা বুঝেছিলো?

কলমে প্রামানিক

Write and Win: Participate in Creative writing Contest & International Essay Contest and win fabulous prizes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here