প্রেমের রং

কলমে প্রসেনজিৎ দত্ত

0
665
           নতুন করে জানবো তোমায় 
           দেখবো দুচোখ ভরে, 
           আকাশের রং গাঢ় নীল
           হিয়ায় ঢেউ তোলে।

          রাঙা হাতের ছোঁয়ায় হবে
          জীবন্ত সব কিছু,
          তুমি যখন দৌড়ে যাবে
          আমি নেব পিছু। 

          সূর্যের শেষ আলোয় মাখা
          শাড়ির আঁচল রাঙা,
          মহুয়ার গন্ধ মেখে
          প্রাণের রং খেলা। 

          মিষ্টি হাসির ঝলক দেখে
          মনেতে মাতন লাগে
          হৃদয়ের গোপন কথা
          প্রেম নবরূপে। 

         চোখের তারায় উঁকি দেয়
         জমানো কত কথা,
         দুটো রং মিলে মিশে
         শুধু নীরবতা।

কলমে প্রসেনজিৎ দত্ত 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here