এই বসন্তে সেই মেয়ে

0
1402

রঙের উপর মেয়েটির কোনো অধিকার নেই
আব্দার তো সেই কবেই চুকেছে,
উপহার দিতে গেলেও সবাই সতর্ক হয়ে বুঝে শুনে দেয়।
রঙের সাথে অবাধ মেলামেশায়
আজও অজস্র আপত্তি।
রঙের সাথে গোপন অভিসার
যদি ঘটায় বিপত্তি!

দরজা জানালা এখনো বন্ধ।
ঘুলঘুলি দিয়ে মাঝে মাঝে কিছুটা উদার বাতাস ঢোকে।
সাদা থান কিংবা নির্জলা একাদশী
তাই প্রকাশ্যে ফতোয়া কিংবা ফরমান ধরায় না
মেয়েটির অপহৃত নিহত বসন্তের হাতে।
তবুও রঙের উপর মেয়েটির কোনো অধিকার নেই।

যদি কোনো খেয়ালী বাতাস
যদি কোনো হেয়ালী রোদ
যদি কোনো উত্তাল স্রোত
রঙ ঢেলে দিতে চায়
নগ্ন সিঁথি কিংবা ভগ্ন বসন্ত বীথিতে
তখনই জোট বাঁধে রক্তচক্ষু,
তখন ঘুলঘুলিতেও নিষেধ বাক্য।

এই বসন্তে তাই রঙ নেই
রঙ নেই সেই মেয়ের মনে,
আব্দার অনেক পরের কথা
অধিকার কেড়েছে আপন জনে।

 

Poet Krishna Barman

কৃষ্ণ বর্মন………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here