লঘুমস্তিষ্কের লালচে শূন্যতায় হঠাৎ গোঙানি,
প্রত্নতাত্বিক চিন্তার বিদ্রোহে
এফোঁড়-ওফোঁড় আস্ত এক পৃথিবী |

বোধহয় জন্ম নেবে শৌখিন কোনো কবিতা…

সোডার বোতলে তলিয়ে যাওয়া কলমের
সবগুলো অলংকার-উপমা ;
টেনে তুলি আমি বিপরীতমুখী চুম্বকে |

কপাল নকশায় আঁকা সিঁদুরে মেঘ এখন যতিচিহ্ন, 
এক-আধখানা সমাস-কারক-সন্ধিতেও লেগে
লক্ষভাগ রহস্যের নিঃশ্বাসবায়ুর দাগ |

অন্ধকারে পাশে বসা গ্যাসবাতিটার গায়ে
ছারপোকা শোনাচ্ছে ;
মরুদ্যানে ওই স্বাদুজলের বিচ্ছিরি কথা |

আর রাতনামা আকাশ আলেয়ার ডায়েরিতে
কাঁদছে বিকলাঙ্গ শিশু কবিতা,
এমন আবহ পেলে কি তবে শিল্প হয়?

কলমে শর্মিষ্ঠা সেনগুপ্ত, শ্রীরামপুর, হুগলী 

অবসরে লেখালেখি-আঁকা-নাচ বিবিধ ক্ষেত্রে  ভালোবেসে চেষ্টা রাখি মাত্র |

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here