অন্য ঝড়

0
1052
Photo: Pixels
সব ঝড় চোখে দেখা যায় না।
সব ঝড়ে দমকা বাতাস কিংবা বিদ্যুতের ঝলক থাকে না।
নিথর নিস্তব্ধ ঝড়ের দাপটে তছনছ হয়ে যাওয়া
সাজানো বাগানের ভূলুন্ঠিত গাছ
কোনো লোভী কাঠুরেকে আকৃষ্টও করে না।
নতুন করে ভরসা জোগায় না
ক্ষতিপূরণ কিংবা সহমর্মিতার উদার সাহচর্য।
অথচ ঝড়ের আঘাতটা কিন্তু একই রকম
অথবা কোনো কোনো ক্ষেত্রে বেশী মারাত্মক।
এই ঝড়ের পূর্বাভাস নেই
পুনর্বাসনও নেই।

ঝড় ক্রমশ প্রকট হয়।
দাপট আর দাপাদাপিতে লন্ডভন্ড হয়ে যায় ভিতরের ভীত,
আন্দোলিত তরঙ্গে উত্তাল হয় মন দরিয়া।
অথচ বাইরের নিস্তরঙ্গ সমুদ্র নিরাপদে নিদ্রামগ্ন।

ঝড় ওঠে।
ঝড় থেমে যায়।
পাল্টে যায় চিত্রের বৈচিত্র্য–
ইতি কিংবা নীতিতে।
কেউ দেখে।
কেউ উপলব্ধি করে।
বাকিরা শুধু ঝড় হতে জানে।

Poet Krishna Barman

©কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here