তথাপি অপ্রাপ্তি

0
865
ফিচার ছবি (সূত্রঃ Flickr)

কত নীলিমা দেশান্তরী; ফুরিয়ে যাওয়ার মেলায়,
শত অনাগত কল্পনা; হারানো পাড়ের ভেলায়।
স্বর্গ পীড়নে ক্লান্ত প্রাণের স্বপ্ন বোনা রোজ,
অঞ্জলীতেও মেলে না যে তার দিব্য দিনের খোঁজ।

গত বর্ষা অনিদ্রা কুড়িয়ে আলেয়ার দিকে চেয়ে,
শ্রাবণের কন্ঠ ভাসিয়েছিলো সুদিনের গান গেয়ে।
এবারো ভাঙলো ছাতের পাঁচিলে শ্যাওলায় বাধা অন্ত্যমিল,
বৃষ্টি তাড়নার অমোঘ বাসনায় বন্দি হলো অবনীল।

ঠিকানা হারিয়ে কত ডাক ভীড়ে ভাসানপল্লীর ঘাটে,
কত শত চিঠি ফেরী হয়ে যায় অচিনপুরের হাটে।
একলা ঘরে খুঁজে খুঁজে তাই খুচরো জীবনের মানে,
অবুঝ স্বপ্নগুলো ঘুমিয়ে পড়ে শহরতলীর গানে।

 

 

কবি পরিচিতি :  আরণ্যক রাহাত
কবির কলম থেকে : শৈবালের গায়ে জমে থাকা বিন্দু বিন্দু জলের মত জীবনটাকে গুছিয়ে নেয়ার নিমিত্তে নিয়ত ছুটে চলতে চলতে দিন শেষে যখন নিজের জন্য কিছুটা সময় বেছে নেই তখন প্রিয় প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানো, প্রিয় মানুষগুলোর হাসিমুখ আর কবিতা কড়চার মাঝে খুঁজে পাই নিজের ভালবাসার জায়গাটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here