শপথ করি সব মনে মনে, প্রকাশ্যে কিংবা অতি গোপনে
মানুষের মত মানুষ হব, মনুষ্যত্বের মূল্য দিব
নারী-পুরুষ সর্বখানে, সব লোকের মান সমান যেখানে
কৃষ্ণ-শ্বেত শরীর জানে, মন উদার হক সবার প্রাণে ।
ধর্ম বলো কর্ম বলো, বলো মোদের বংশ জাত
সব খেলার-ই দিন ফুরাবে, তাই হলাম মানব জাত
আর্শিন মাসের গর্ব মোদের কার্তিক মাসে নাই
সেই দেহের মাঝে গর্ব কেমন করে দেব ঠাঁই !
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই
বলে গেছেন চন্ডী গুরু আমাদের ঐ দাস ভাই ।
কলমে শাবলু শাহাবউদ্দিন
শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here