আমি তবুও তোমার সাথে মিলিত হবোই
কেমন করে আর কোথায়
আমি জানি না
হয়তো আমি তোমার কল্পনায় ধরা দেব,
আমি নিজেকে তোমার মনের ক্যানভাসে হয়তো মেলে ধরতে পারবো রহস্যময় অনুষঙ্গে
আমি তোমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকবো ।
হয়তো তোমার রঙের আলিঙ্গনে আমি রঙধনু হবো
তোমার ক্যানভাসে আমি নিজেকে চিত্রায়িত করবো
আমি জানি না কেমন করে আর কোথায়
আমি অবশ্যই কিন্ত তোমার সাথে মিলিত হবো ।
হয়তো আমি একটা ঝরনায় রূপান্তরিত হবো
আর জলের বিন্দুর ভেনিল ধারায় তোমাকে ভিজিয়ে দেব
তোমার জলন্ত বক্ষ আমার শীতলতায় শিক্ত হবে
আমি কিছুই জানি না
শুধু জানি তুমি আমার সাথে সাথে থাকবে ।
শরীর নষ্ট হলে
সব শেষ হয়
কিন্তু স্মৃতির সুতোগুলো নিরন্তর জাল বুনে যায়
আমি স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে
অবশ্যই আবার তোমার সাথে মিলিত হবো ।

ভাষান্তর : মনোজিত্‍কুমার দাস

Write and Win: Participate in Creative writing Contest & International Essay Contest and win fabulous prizes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here