তোমার পরশ পেয়েছি মাগো যতদিন তুমি ছিলে,
হঠাৎ তুমি বিদায় নিলে আমায় একলা ফেলে।
রূপকথার কত গল্প মাগো শোনাতে ছোটবেলায়,
তোমার কাছে হেরেছি আমি কতবার লুডো খেলায়।
তোমার হাত ধরে হাঁটতে শেখা ,প্রথম হামাগুড়ি,
তোমার কাছেই হয়েছিল, আমার প্রথম হাতেখড়ি।
তোমার স্নেহের ছায়ায় মাগো করেছ আদর যত্ন,
প্রতিটি সন্তান মায়ের কাছে শ্রেষ্ঠতম রত্ন।
তোমার স্নেহের আঁচল মাগো ছিল যতদিন,
নির্ভাবনায় কেটে গেছে রাত আমার ততদিন।
আজ আমার অস্তিত্ব মাগো শুধু তোমার জন্য,
তোমার স্নেহের পরশ পেয়ে জীবন আমার ধন্য।
অনেক স্নেহ মমতা দিয়ে গড়া মায়ের মন,
মা যে আমার সবচেয়ে প্রিয় নিকট আপনজন।
মায়ের ছোয়ায় মুছে যায় সব দুঃখ বেদনা,
তুমি মাগো শক্তি আমার, তুমিই আমার চেতনা।
অনেক দুঃখে ছিলে মাগো তুমি আমার পাশে,
তাইতো মা আজ তোমায় না পেয়ে দু চোখ জলে ভাসে।
তোমার সাথে কাটিয়েছি মাগো, কত সুখের দিন,
সন্তান কখনো পারেনা মেটাতে মায়ের অসীম ঋণ।
ঈশ্বরের কাছে কামনা আমার এইটুকু শুধু চাই,
শত জনমে তোমায় যেন বারবার ফিরে পাই।
রেখে গেছো মা বাড়িতে তোমার সুখের স্মৃতিখানি,
তাইতো বাড়ির নাম রেখেছি মা উত্তর ফাল্গুনী।
মায়ের কথা পড়লে মনে আকুল হয়ে কাঁদি,
মা যে আমার আশীর্বাদের দিব্য প্রদীপ ভাতি।
তুমি ছাড়া মা আমার কাছে শূন্য এই ভুবন,
তোমার আশীষ মাথায় নিয়ে চলবো সারাজীবন।

কলমে সুরজিৎ কোলে

লেখক পরিচিতি– সুরজিৎ কোলে কবিতা , প্রবন্ধ লিখতে ভালোবাসেন। লেখকের জন্ম হাওড়া জেলার সালকিয়াতে।কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন লেখালেখি চলতো বিভিন্ন পত্রিকাতে এবং লেখা এটা একটা বড় শখ। আন্তর্জাতিক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে Editor Choice Award লাভ করেছেন। সাহিত্যমেলা ও শাশ্বত নির্ভীক পথিক পত্রিকাতে স্বামী বিবেকানন্দ এর উপর লেখা কবিতা প্রকাশিত হয়েছে।

Write and Win: Participate in Creative writing Contest & International Essay Contest and win fabulous prizes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here