Tag: Bengali Poem by Krishna Barman
কেরল তুমি ভাবালে……..
বহুদিন বহুবার মানা করেছে;
তবুও শোনোনি।
প্রশ্নের উত্তর না দিয়েই
নিজে প্রশ্ন করেছো।
কথায় কথায় ভুল ধরেছো।
আত্ম শুদ্ধির বুদ্ধিকে বন্দী করে
শোধনের উলট্ পুরাণ শুনিয়েছো।
সেই যে সেইবার
পরিচ্ছন্নতার দোহাই দিয়ে
অবলাদের...
বুভুক্ষু স্বাধীনতা
আমার মা প্রতিদিন তার স্বাধীনতাকে সিদ্ধ
হতে দেখে ভাতের হাড়িতে,
আমার বাবার স্বাধীনতা বিক্রী হয়
পনেরো টাকা ডজনের কলা
দর কসাকসির দশ টাকায়।
আমার ঠাকুমাকে দেখেছি
স্বাধীনতাকে সখী বানিয়ে ভবঘুরে...
এখনো বাকি নাগাসাকি !!!
একটা মোটা মানুষের ভয়ে
আজো থরহরি কম্প গোটা বিশ্ব।
কি জানি কে কোথায় অতি গোপনে
লুকিয়ে রেখেছে ছোট্টো ছেলেটিকে।
প্রতিদিন সকালে একটা দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা
আরেকটা দুর্বিষহ দুর্দিনের...
বাইশে শ্রাবণ
সেই যে শ্রাবণ এলো
আর ফিরে গেলো না
এখন সারা বছর জুড়েই শ্রাবণ মাস
সারা বছর জুড়েই অঝোর বৃষ্টি
সেই অঝোর বৃষ্টির বিজ্ঞাপনে ঝরে পড়ছো তুমিও
তবুও এখানে মাটি...