গোধূলি লগনে, তোমার গগনে,
ঘরে ফেরার ডাক;
আজ ফাগুনে, হৃদয়ের গানে,
ভালোবাসা মিশে থাক।
ব্যথিত এ প্রাণে, করাঘাত হানে,
দুরু দুরু বাজে ঢাক;
মনো বাতায়নে, জাগে শিহরণে,
ভেঙেছে মধুর চাক।
বাকি আছে খেলা, বিদায়ের বেলা,
হাসিটুকু লেগে থাক;
আরো একবার, মধু মনিহার,
অন্তর ভরে যাক।
পুষ্প সমারোহে, গাঁথা মালার মোহে,
জীবনে এসেছে বাঁক;
বাগিচার কোণে, পারিজাত বনে,
প্রজাপতি হতবাক।
প্রাণের স্বীকৃতি, প্রসন্ন প্রকৃতি,
নিঃস্বার্থে দিয়েছে হাঁক;
জ্ঞানের দীঘি পাড়ে, প্রাচীন সংস্কারে,
এইক্ষণে তোলা থাক।
সোনা রঙ মাখা, প্রভাত পাখির পাখা,
মেতেছে বকের ঝাঁক;
বাবুই এর বাসা, কারুকাজে খাসা,
ঠোকর মারছে কাক।
পুরাতন ধারণায়, বদলের মৃদু বায়,
নবীনেরা শোভা পাক;
সুরেলা আবাহনে, থেকো না ঘরের কোণে,
মনের চাতালে ফাঁক।
হৃদয়ের ভাঙা তীরে, অশ্রু নদীর পাড়ে,
রুদ্ধ হয়েছে বাক;
তৃষিত মরুর পথে, বেদনার মনোরথে,
মরীচিকা হয়ে থাক।
কলমে মানিক চন্দ্র গোস্বামী , জামশেদপুর ঝাড়খন্ড
A piece of wonderful creation with perfect rhyming style and smooth words flow with regular rythms. Mind blowing. Outstanding performance. Thanks a lot for such beautiful presentation. With love and rewards
Excellent