হাজারো বছরের শত সংগ্রামী চেতনার পরে দেখবো বেশ আমাদের সোনার বাংলাদেশ সেই তোমার তরে হে চিরন্তর পিতা।
বাংলার বাঙালির বাংলাদেশের এক পিতা যে সে।
সে যে এক ঐক্যবদ্ধ পিতা
সে যে এক মনের ঐন্দ্রজালিক এর স্রষ্টা।
সে যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই মহা প্রতিধ্বনির নির্মাতা।
সে যে ঐতিহাসিক ৭ই মার্চ এর বজ্রপাতে তৈরিকৃত এক বীর।
সে যে হাজারো মা হারা ছেলের সন্তান।
সে যে চিরতরে রয়েছে বাংলাদেশের পদ্মানদীর পদ্মফুলে।
সে যে রয়েছে মেঘনার মেঘলা দিনে রাখালীর বালুচরে আর যমুনার তীরে।
কে বলে মুজিব নেই?
মুজিব তো রয়েছে আমাদের হৃদয়ের অন্তঃস্থলে।
মুজিব তো রয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুলের মাঝখানে।
মুজিব তো রয়েছে আমাদের বাংলাদেশের সাঁঝের গোধূলি আলোতে।
মুজিব তো রয়েছে আমাদের আর্দশে।
মুজিব তো রয়েছে আমাদের মনের ঐক্যের এক জাগ্রত পিতার
আর্দশে।
মুজিব তো রয়েছে আমাদের মুক্তিকামী হাজারো বীর বাঙালির অন্তরঙ্গে।
এই চেনাই আমাদের চিরন্তর পিতার হাজারো বছর বেঁচে থাকার এক ঊর্ধ্বগতিতে অবিরাম পথচারীর এক পথচলা হয়ে রই।

কলমে রাকিব হাসান , বাংলাদেশ

ছোটবেলা থেকেই কবিতা , ছোট গল্প লিখতে ভালোবাসেন । এবং তার শ্রদ্ধার বড়ভাইকে তিনি অনেক ভালোবাসেন।২০১৯ সালে পলিখাপুর হাই স্কুল থেকে জেএসসি পরীক্ষা দেন । তাছাড়া এই কবি বিভিন্ন যৌথ কাব্য কবিতা লেখেছেন।প্রিয় শখ কবিতা লেখা।বর্তমানে তিনি বিরামপুর আইসিটি স্কুলে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here