বড় সেইজন

কলমে মোঃ রাকিব হাসান

0
509

ছোটদের কাছে আমি ছোট
বড়দের কাছে কেন নই আমি বড় ?
আসল বড় তো সেইজন
যে জন করেছে আমায় সৃজন ।
যার নাহি দরকার কোন কারিগর
যার নাহি দরকার কোন অহংকার
যে জন স্বয়ং সম্পূর্ণ ,
সে জন হলো মোর প্রভু চিরন্তর ।
যে জন বুঝিয়েছে মোদের বার বার
শতবার সত্যর পথ ।
যে জন দেখিয়েছে মনুষ্যত্বের পথ
যে জন তৈরি করিয়েছে
এই নিখিল এই বসুধা , সেইজনই বড় ।
বড় তো সেই জন ,
যে জন কখনো করে না
মানুষের প্রতি হিংসা ।
প্রভুর দরবারে তো সেই জনই বড়
যে জন অপরের কল্যানে
করেছে নিজেকে নিঃশেষ ।
যে জন অন্ধকারের লিপ্ত আলো
জ্বলন্ত মশাল এর মতো করে ,
আপন মা মাতৃভূমিকে
রক্ষা করে বড় তো আসল সেইজন ।

কলমে মোঃ রাকিব হাসান, দিনাজপুর, বাংলাদেশ

এই কবি ছোটবেলা থেকেই কবিতা , ছোট গল্প লিখতে ভালোবাসেন । এবং তার শ্রদ্ধার বড়ভাইকে তিনি অনেক ভালোবাসেন। ২০১৯ সালে পলিখাপুর হাই স্কুল থেকে জেএসসি পরীক্ষা দেন । তাছাড়া এই কবি বিভিন্ন যৌথ কাব্য কবিতা লেখেছেন।প্রিয় শখ কবিতা লেখা।বর্তমানে তিনি বিরামপুর আইসিটি স্কুলে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here