আচ্ছা বলো জীবন মানে কি ?
এক বয়স্ক লোকের হতাশ চাহনি ?
নাকি যৌবনের অবুঝ পাগলামী ?
মাঝ বয়সে বাস্তবতার মর্মান্তিক কাহিনী ?

ছাড় দেয়া মেনে নেয়া জীবনের নাম স্বস্তি
কালের নিয়মে শরীরে অসুখ করে বসতি ,
তারপর হয় শুরু না খাবার নিয়ম নীতি
না পাবার জীবনে রীতি দেয় করুন ভীতি ।

সব কিছুই করা হয় অন্যের তরে
আয় ব্যয় নিজেকে বঞ্চিত করে ,
সঞ্চিত সবই লোভ মিছে মায়া সংসার অরণ্য
এতো আয়োজন সব পরের ভোগের জন্যে ।

প্রেম ভালো বাসা আবেগ সব সীমিত
অনুধাবনে মিলে যতক্ষন জীবিত ,
আবেগে ভাসিয়ে জীবনে করে বোকামী
কস্ট পেতে পেতে হয় আবেগহীন পাগলামী ।

শোক রোগ আনন্দ হাসি সব একই
তফাৎ প্রকাশের মাঝে কেবলই ,
জন্ম মৃত্যু ক্রমান্বয়ে চলে অবাধে
সেও একই নিয়মের আবর্তে ।

দিনশেষে সবই হারায় কালে কালে ।
জীবন যৌবন খুজেঁ চাতকীর মতো ,
সেও করে নিজেরই ব্যক্তি স্বার্থে
পাওয়াতে নয় দেয়াতেই হয় সব ভালো ।

শত রকমের বিধিনিষেধের বেলা নিদারুণ
এর জন্যে কি ছিলো এতো আয়োজন !
না পাবার ব্যর্থতা অতঃপর মাটির আহ্বান
ফিরে ফিরে দেখা সেই অতীতে বিচরণ !

দুরাশার চাদরে মিলে নির্মম বাস্তবতা
একদিন সবাইকে তাই মানতে হবে ,
জীবন মানে কি শেষে তবে সব হতাশা ?
বড্ড অসহায় লাগে আগামী ভেবে।

গাছ বড় হলেই ছায়া মায়া শেকড় দিয়ে
মাটি পানি প্রকৃতিকে রাখে টিকিয়ে ,
আমাদেরই সম্মানিত জনেরা তেমনই করে প্রেরণা মায়া ভালোবাসা দোয়া যায় দিয়ে।

ভুল গুলো শুধরে দেয় আমাদেরই গুরুজন
শ্রদ্ধা ও সম্মান করা তাহাদের খুবই প্রয়োজন ,
তাতেই মানবের সব সময় হয় কল্যাণ
গুরুজনের আদেশ পালনেই সুন্দর জীবন ॥

              কলমে জেবুন্নেছা জেবু, চট্টগ্রাম, বাংলাদেশ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here