রঙ আর তুলি নিয়ে অনেক রেখা টেনে গেলাম
ভোর থেকে –
সকাল পেরিয়ে দুপুর –
দুপুর ছুঁয়ে যায় অপরাহ্নবেলা!
এসে যায় ঝড় ,  থেমে যায় আমার অঙ্কন;
কলম নিয়ে বসি, সাদা পাতায় কিছু এলোমেলো দাগ ,
 অক্ষর হতে পারেনা-।
অক্ষর এগিয়ে যায়, শ্রম আর আদরে তৈরি হয় শব্দ,
সে শব্দের গায়ে গা দিয়ে সৃষ্টি হওয়া বাক্যের বিন্যাস অপছন্দ হয় কারো।
উপন্যাস হতে চায়, কিন্তু পরিচ্ছেদ বিন্যাস হয়না –
কবিতা হয়ে উঠতে চায়, এগিয়ে যায় অক্ষর
বার্তাবহ হতে গিয়ে থমকে যায় মাঝপথে ;
অগোছালো জীবনের লেখনী কি কবিতা হবে!
সন্দিহান মন –
বারেবারে সে কবিতায় হয় ছন্দ পতন!
গান লিখেছি কন্ঠে নিতে সুর, আসেনা ইমন ;
একটু পরেই কি শেষ হবে খেলা,
এসে যাবে ঘরে ফেরার বেলা -।।

কলমে নীলাঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here