ছবি : মন ও মৌসুমী
বাংলার গবেষণা জগত জুড়ে খ্যাত
বিজয়ের মুকুট তাই শীর্ষস্থানে এত৷
গণিতে বা রসায়নে আছে কীর্তি যত
উদ্ভিদেরও গবেষণায় জগদীশ আছে খ্যাত৷
পদার্থের কোনায় কোনায় আছে মেঘনাদ
বোসনের কণা তাই পায় সত্যেননাথ৷
একে একে খ্যাতি যশ হয় যত ম্লান
বর্তমানের গবেষকরা তাই মূর্ছমান৷
বাঙালী যে হারায়েছে যত গৌরব
গবেষণায় ভাটা পরে আজ ওঠে রব৷
অনন্যতার অভাব মেলে আজকের কাজে
গবেষকের চিন্তা তাই আজই কপাল ভাঁজে৷
সেমিনারে ব্যাগ পাব হবে ভুড়িঁভোজ
আজকের গবেষকে করে সেই খোঁজ৷
দিকে দিকে নাম হবে যশ হবে মোর
এইবলে বাঙালীর দিল মাঙ্গে মোর ৷
গবেষণাপত্রে আজি বিজ্ঞানীরা খ্যাত
প্রদর্শনীর যুদ্ধে তাই আজই পরাহত ৷
গবেষণায় ফল নেই আজ বাঙালীর
বিড়ম্বনায় কাঁদে তাই ভারতমাতার বীর ৷৷

কলমে অয়ন কর্মকার, ইসরো, চন্ডীগড়

পেশায় বিজ্ঞানী ভারতীয় মহাকাশ গবেষণা ক্ষেত্রে চন্ডীগড় নিবাসী ৷ অবসর সময়ে লেখালেখি করেন ৷


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here