এক দশক

0
597

এক দশকে কি আর আসে যায়,
এ তো শত সহস্র শতকের কথা।
‘ভালোবাসি’ একথা অনেকেই তো বলে ,
মুখ দেখে, বোঝে, কে বুকের ব্যাথা!!

ভালোবাসা নাকি ধীরে ধীরে ক্ষয়ে যায়
চুরি করে নেয় ভালোমানুষের মন ,
ভালো তো বাসিনি আমি তাকে কোনোদিন,
নিজেকে কি আর, ভালোবাসার প্রয়োজন !

সূর্য্য কে কি কেউ ভালোবেসে বলেছিলো ,
‘তোমার আলোতে শুকাবো চোখের জল’ ,
তেমনি নদীকে ডেকে কি, কখনো কেউ,
‘জল আছে কিনা’ , জানালো কৌতূহল ?

যার যা আছে, যা সে তোমাকে দেবেই;
চাওয়া-পাওয়ার বাসনারাই যেখানে বিফল,
ছেলেমানুষি বোধহয় সেখানে বেশি
যা তোমার ,তার নাই বা নিলে দখল।

আমিও তেমনি খুঁজিনা তোমাকে, তন্ন করে
আকাশ-নদী-মাটি কিংবা পাহাড় ,
শুধু জানি, ওই যেখানে সব শেষ হয়ে যায় ,
সেই, শেষের শুরুতে দাঁড়িয়ে যেজন আছে ,
“আর কারো নয় , সে শুধুই আমার “।

 

Mousumi Kundu Paul

#মৌসুমী_কুন্ডু_পাল  
#মন_ও_মৌসুমী

#শুভ বিবাহ বার্ষিকী ,১০

 

 

আমার প্রিয় রজনীগন্ধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here