অনুভূতি

অনুভূতি_দীপিতা চ্যাটার্জী_মন ও মৌসুমী

4
4491
Picture CopyRight@http://yusnizal.blogspot.com/

মন খারাপ গুলো জমাট বাঁধে,
ঘন কালো রূপ নেয়,
ভয়ানক অন্ধকার চারিপাশে,
পাশে কেউ নেই,
ঘন অন্ধকারে সবাই বিলীন হয়ে যাচ্ছে,
নেই কেউ নেই,
বড় একা লাগে ,
সেই পেলব বুকটা আর নেই,
ডাক নামেরা নেই,
আছে শুধু শূন্যতা,,
খুব দরকার একটু বৃষ্টির,
বৃষ্টি নেই, ঝড় উঠেছে
এক ধ্বংস এ মেতে উঠেছে,
সব ছিন্নভিন্ন,,,,
এমন সময় একটা কথা,

আছিস………

দীপিতা চ্যাটার্জীর কলম থেকে —
আমি আমার স্বপ্নটা ,আমার মনের কিছু কথা , কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে চাই। জানিনা কতটা বলতে পারলাম ,আমার এই কবিতা লেখা , ভাবনা ,সবই আবার করে ফিরে পেতে ,আমার জীবনের কিছু মূল্যবান মানুষের অনুপ্রেরণা খুব মূল্যবান।

 

এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন তোমাকে-চেয়েছি অপরূপা-অবিলীন স্বপ্ন বৃষ্টি 

4 COMMENTS

  1. অনুভূতির খেলায় মন মাতে
    বেছে নাও বন্ধু-
    সুখ, দুঃখ অপরিহার্য
    দুই প্রান্তের দুই সত্ত্বা-
    কোনটাকে টানবে কাছে
    কোনটাকে দূরে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here