কোমল চুম্বন নয়-
এসেছ বিষাক্ত ছোবল নিয়ে।
বাতাসে কুহুতান নেই-
আছে তীব্র আর্ত গোঙানি।

নিবিড় আলিঙ্গন নয়-
এসেছ মর্মন্তুদ বিচ্ছেদ নিয়ে।
আকাশে আলোর খেলা নেই-
আছে, সজল মেঘে ভরা অনন্ত প্রতীক্ষা।

রঙিন পূর্বরাগ নয়-
এসেছ অসহনীয় অকাল বৈধব্য নিয়ে।
শরীরে মিলন-স্পর্শ নেই-
আছে শুধুই… দুর্বিষহ যন্ত্রণা।

এই কি তুমি?
এই কি তোমার স্বরূপ?
এ-ই কি তোমার পদধ্বনি?
এ-ই কি তোমার আবির্ভাব চিহ্ন?
লাশের সারিতে কাতর প্রশ্ন –
তুমি কি বসন্ত?

সংগীতের মূর্ছনা নয়-
এসেছ বিকট বিস্ফোরণ নিয়ে।
নিঃশ্বাসে প্রেমের সুগন্ধ নেই-
আছে বারুদের উগ্র ঝাঁজ।

প্রজাপতির হাসি নয়-
এসেছ বীভৎস চিৎকার নিয়ে।
পাপড়িতে সুরের স্বরলিপি নেই-
আছে টুকরো টুকরো খাক।

আবিরের উড়ান নয়-
এসেছ অঝোর অশ্রু নিয়ে।
প্রাণের উষ্ণতা নেই –
আছে শুধুই… স্থবির শীতলতা।

এই কি তুমি?
এই কি তোমার স্বরূপ?
এ-ই কি তোমার পদধ্বনি?
এ-ই কি তোমার আবির্ভাব চিহ্ন?
বিক্ষিপ্ত ধ্বংসস্তূপে হাজারো সংশয়,হাজারো দ্বন্দ্ব-
তুমি কি বসন্ত?

ভ্রমরের গুঞ্জরণ নয়-
এসেছ দামামার অট্টহাসি নিয়ে।
মধুর বীণা-ঝংকার নেই-
আছে বিদীর্ণ মনের বিলাপ।

রাঙা পলাশ নয়-
এসেছ রক্তস্রোত নিয়ে।
কাননে ফুলের বাহার নেই-
আছে ঝরা কলির কান্না।

বর্ণ – গন্ধ – ছন্দ নয়-
এসেছ বিবর্ণ জীবন-ছবি নিয়ে।
লাল – নীল – হলুদের লুকোচুরি নেই-
আছে শুধুই… ধুধু শূন্যতা।

এই কি তুমি?
এই কি তোমার স্বরূপ?
এ-ই কি তোমার পদধ্বনি?
এ-ই কি তোমার আবির্ভাব চিহ্ন?
চরাচর জুড়ে একটাই প্রশ্ন-
তুমি কি বসন্ত?

কলমে – প্রসেনজিৎ মন্ডল, বসিরহাট,উত্তর ২৪ পরগণা

* পুলওয়ামা কান্ডের পরিপ্রেক্ষিতে, দেশের সমস্ত বীর শহিদ জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি হৃদয়ের গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here