মাঠে মাঠে ঘাসের ডগায়
শিশির বিন্দু জমে,
শীতের দায়ে জান যেন যায়
প্রতি দমে দমে।
অর্থ-কড়ি যাদের মেলা
শীতেই তাদের মজা,
শীতে শুধু কষ্টে মরে
গজা, ভাদু, ভজা।
বাহারি পোশাক পরে কেউ
শীত পালায় ভয়ে তাই,
কারোর বা নেই ছেঁড়া-কানি
বাঁচা তাদের তাই দায়।
শীত তো এলে ফ্যাশান বাড়ে
গরম পোশাক পরে,
শীত এলে দৈন্যতা বাড়ে
থাকে লুকায় ঘরে।
কেউবা মাখে বডি লোশন
ঠোঁটে লাগায় লিপজেল,
গরীব দুখী কিনবে কেমনে
লাগায় সরিষার তেল।
কেউবা থাকে লেপের তলে
কেউবা কেনে কম্বল,
গরীব দুখী কষ্টে থাকে
নেই যে তাদের সম্বল।
কেউবা ঘুরতে যায় কক্সবাজার
শীতেই যত বিলাস,
কেউ কাঁপতে কাঁপতে মাঠে যায়
ক্ষেত খামারে দেয় চাষ।
শীতেই কেবল চোখে পড়ে
গরীব ধনী চিত্র,
শখের বসে অনেক ধনী
হয় গরীবের মিত্র।

কলমে সৌমেন দেবনাথ, যশোর, বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here