তোমার কাছে রয়ে গেছে
আমার কিছু ক্লান্ত সময়,
সেই ক্ষনেতে থমকে আছে
দুঃখে মোড়া সুখের তাড়া
হলুদ খামে পাঠিয়ে দিও
আমায় তুমি সেই অবেলা।
উদাসী ওই বাঁশীর সুরে
হারিয়ে যাওয়া বিকেল ঘুরে
হঠাৎ দেখা, পথের মোড়ে
কুশল বলায় ছোট্ট করে।
বইয়ের ভাঁজের চিঠি গুলো
মেঘের সাথেই উড়িয়ে দিল
শ্যাওলা পড়া কষ্ট ছিল
শীতের হাওয়ায় কাপাস তুলো
নতুন বোনা লেপের ভাঁজে
ওম পেয়েও লুকোয় না যে
শিকর বাকর আর কিছু নেই
ভূমিকম্পেই সব গেছে তাই
দু’এক খানা বটের ঝুড়ি
মেলায় কেনা কাঁচের চুড়ি
এখনো বোধহয় সাক্ষী আছে
সময় সেথায় বন্দী আছে।।
আমার কিছু ক্লান্ত সময়,
সেই ক্ষনেতে থমকে আছে
দুঃখে মোড়া সুখের তাড়া
হলুদ খামে পাঠিয়ে দিও
আমায় তুমি সেই অবেলা।
উদাসী ওই বাঁশীর সুরে
হারিয়ে যাওয়া বিকেল ঘুরে
হঠাৎ দেখা, পথের মোড়ে
কুশল বলায় ছোট্ট করে।
বইয়ের ভাঁজের চিঠি গুলো
মেঘের সাথেই উড়িয়ে দিল
শ্যাওলা পড়া কষ্ট ছিল
শীতের হাওয়ায় কাপাস তুলো
নতুন বোনা লেপের ভাঁজে
ওম পেয়েও লুকোয় না যে
শিকর বাকর আর কিছু নেই
ভূমিকম্পেই সব গেছে তাই
দু’এক খানা বটের ঝুড়ি
মেলায় কেনা কাঁচের চুড়ি
এখনো বোধহয় সাক্ষী আছে
সময় সেথায় বন্দী আছে।।
লেখিকা পরিচিতি :চন্দনা রায় চক্রবর্তী