খুড়োর মধুরাত

0
697
সুখ লুকিয়ে দুখ বুনিয়ে
এই সে নক্সীকাঁথা;
ধান ভানতে শিবের গীত
সত্যি হলো গাঁথা ।
সত্যি এমন সত্যি যদি
লাল টুসকি বউ
বিপদ ডাকে তারণ খুড়ো
হাতড়ে খুঁজে মউ।
উল্টে টেমি চশমা হারায়
বিষম বাধায় গোল
মাঝ রাতে নতুন খুড়ির
মাথা ফুলেই ঢোল।
পানের বাটা কাঁসার ডাবর
ধাক্কা মাথায় বাড়ি।
প্রাণ বাঁচাতে হুমড়ি খেয়ে
ছিঁড়লো নতুন শাড়ি।
দুব্বো গজায় হাড়ে,দেখি
বড়োই অসাবধানী
বাতের শিশি ছিটকে দূরে
কাতর চোখের ছানি।
তৃতীয় পক্ষ ছটফটালো
নষ্ট মধুর রাত
চুলের কলপ সিঁদুর দাগে
পড়লো খুলে দাঁত।
কচি বুকে প্রেম জাগেনা
আপদ; ঘাটের মড়া-
চিড়বিড়িয়ে দাঁতের গোড়া
মনে গোবর ছড়া।
প্রবল চাওয়া সন্ততি কাম
রণাঙ্গনে ভাঙে;
শিরটানেতে খুড়োর পা-টা
মালিশ তেলে রাঙে।
বাতের  শিশির ভাঙার দোষে
খুড়ির উপর রাগে,
চুল ছিঁড়ে টাক সারারাতে
খুড়োর পীরিত ভাগে।

লেখিকা পরিচিতি :সুজাতা দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here