তোমাকে চেয়েছি

3
2245

তোমাকে ,

এক কালবৈশাখী ঝড়ের দিনে চাই,
পুরোনো আড্ডামাখা ছাদের সেই সন্ধ্যেতে চাই,,

গোধূলী লগ্নে লাল আভা তে রাঙাতে চাই,
কুয়াশা মাখা সকালের স্নিগ্ধতার পরশে চাই,

গঙ্গার তীরের সেই গাছটার নীচে চাই
ওপারের ফেরী তে ফেরারী হতে চাই,

স্কুলের সেই বেঞ্চে তোমাকে চাই,
চকের গুঁড়োর শয়তানি তে চাই,

নবীন বরণের ,সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় চাই
ভাঙা সাইকেলে তোমাকে চাই
আমার কিশোরীবেলাতেও তোমাকে চাই,,

তোমাকে চেয়েছি বর্ষার উষ্ণ চায়ের চুমুকে,
তোমাকে চেয়েছি ছলাত ছলাত জলে,
তোমাকে চেয়েছি প্রতিবাদী মিছিলে,

তোমাকে পেয়েছি ডাউন ট্রেনের ভিড়ে ,
তোমাকে পেয়েছি ফ্রন্ট পেজ পেপার এ,

তোমাকে পেয়েছি মহা সিন্ধুর ওপারে।।

তোমাকে চেয়েছি,, তোমাকে চেয়েছি

–দীপিতা চ্যাটার্জী

 

এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন স্বপ্ন অনুভূতি অপরূপা-অবিলীন বৃষ্টি 

3 COMMENTS

Leave a Reply to নীলাঞ্জনা Cancel reply

Please enter your comment!
Please enter your name here