Tag: Bengali Poem by Prabir Bhadra
বিষন্ন উপত্যকা
আবার বাতাসে বারুদের গন্ধ
স্বর্গীয় উপত্যকায়
পড়ে কার্তুজের
খোলে জমাট রক্তের
দাগ।
অজস্র মানুষের আর্তনাদে
বিভীষিকাময় ও বিষন্ন
যেন মর্ত্যের স্বর্গ।
কালাশনিকভ রাইফেলের চকচকে
নলগুলো খুঁজে বেড়াচ্ছে
কোমল অনিন্দ্য সুন্দর
চেহারাগুলোকে।
কোরানের আজানের মাঝে
ধ্বনিত হচ্ছে অসহায়...
বিষণ্ণ নীরবতা
কখনো ভাবিনি নীরবতা
কথা বলে,
কখনো ভাবিনি
কথা ও বেদনার
ছবি আঁকে।
আমি শুধু দিন গুণি
প্রহরে প্রহরে একা।
রাতের প্রহরী যেন
গান গেয়ে যায়
জেগে ওঠে স্মৃতি গুলো
কত সুর বেজে যায়।
অশ্রু তো...
বন্ধ্যা কবিতা
কবিতা এখন আর ক্ষিদে
মেটায় না
ভালোবাসার রঙে রাঙিয়ে
দিয়ে যায়না--
শুধু যন্রনার বেহালায় ছড় টেনে
বেহাগের করুন সুরের
মূর্ছনা ছড়িয়ে যায়।
মনের শব্দকোষ শুকিয়ে গেছে
প্রকাশ করার অপেক্ষায় থেকে,
এখন আমি বন্ধ্যা,
আর...
স্বাধীনতার একাকীত্ব
আজ সেই দিন ,
অনেক রক্তের বিনিময়ে
পাওয়া তোমার আমার
নিশ্চিন্ত স্বাধীনতা!
যেখানে কোনো দায়বদ্ধতা নেই
নেই কোনো কর্তব্যের তাড়না!আছে শুধু নিয়মিত পালনের বাধ্যতা।
কিছু কথার অবতারণা, পতাকা
উত্তোলন,গন্যমান্য ব্যক্তিদের
গালভরা সহাস্য...
স্বাধীনতা যখন পণ্য
আমরা স্বাধীনতা পাইনি,
পেয়েছি বিড়ম্বনা অসহিষ্ণুতা
প্রতিদিন প্রতিক্ষন।
রক্তাক্ত হতে হয়
প্রতিদিনের অবক্ষয়ে,
আজ বড়ো বিবর্ণ
এই তেরঙ্গা-
লাঞ্চিত, ধর্ষিত
অবহেলিত আমাদেরই
কাছে।
যাঁরা হয়েছিলেন রক্তস্নাতা
স্বাধীনতার স্বপ্ন দেখে
আমরা হয়েছি বিস্মৃত
বহুদিন আগে।
এটাই নাকি স্বাধীনতা?
চলছে যেটা...