মুখোশ! মুখোশ! মুখোশ!
রাজার মুখে মুখোশ, প্রজার মুখে মুখোশ
চারিদিকে আজ মুখোশের ছয়লাপ।

চেয়ে দেখো,
তোমার মুখেও মুখোশ, আমার মুখেও মুখোশ
মুখোশে মুখোশে চলছে বিলাপ।

দিনের বেলায় মুখোশ……রাতের বেলায় মুখোশ।
কোথাও মিষ্টতার মুখোশ…কোথাও রোষের মুখোশ।
ভালো থাকা, খারাপ থাকা সবই আজ মুখোশে ঢাকা।

ভালো মানুষের মুখোশ….খারাপ মানুষের মুখোশ
জ্ঞানীর মুখোশ….বিজ্ঞানীর মুখোশ
মুখোশে মুখোশে ভরা বুঝি ওই…. ফেরিওয়ালার ঝাঁকা।

কারো মুখে প্রেমের মুখোশ,
কারো মুখে ক্রোধের মুখোশ
কারোর মুখে শুধুই পৈশাচিক হিংস্রতা আর বর্বরতার জ্বালা।

মুখোশে ঢাকা ছাত্র… মুখোশে ঢাকা শিক্ষক,
মুখোশে ঢাকা যুব সমাজ,
মুখোশে ঢাকা বেণীমাধবের পাঠশালা।

এরই মাঝে,
চারিদিকে শুধু হই হই….. রই রই
সে যেন এক আজব কান্ড কারখানা।

অফিসে এক….. বাড়ীতে আর এক
মুখোশে ঢাকা মানুষ আজ গিরগিটি সম,
নিজের কাছেই আজ সে নিজে অজানা।

সাত রঙে রাঙা রঙিন মুখোশ,
পুলিশের মুখে মুখোশ….নেতার মুখে মুখোশ,
মুখোশে ঢাকা সমাজ-রাষ্ট্র-অর্থনীতি।

সংকটে বিচার, সংকটে আইন
সংকটে জ্ঞান-বুদ্ধি-চিন্তা,
সংকটে আজ মানুষের ভবিষ্যৎ ক্রম পরিণতি।

কারো মুখে ধর্মের মুখোশ
কারো মুখে জাতিভেদের মুখোশ,
কারো মুখে কিম্ভুতকিমাকার হানাহানি।

সিদ্ধ মুখোশ… নিষিদ্ধ মুখোশ।
মুখোশের জন্য চলছে লড়াই লড়াই লড়াই
চলছে প্রাণপণ টানাটানি।

কলমে প্রদীপ কুন্ডু, বৈদ্যবাটি

    লেখার জগতে নতুন প্রবেশ। ছোটবেলা থেকেই ইচ্ছা থাকলেও জীবন সংগ্রামের ময়দানে সময় ও সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি।   নিজের জীবন সংগ্রাম ও আধুনিক সমাজকে তুলে ধরাই মূল লক্ষ্য। এছাড়া ছোটদের জন্য কিছু লেখার চেষ্টা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here