পুজো প্যাণ্ডেলের কাছে,
তার সঙ্গে আমার প্রথম দেখা,
সে ছিলনা কোনো চেনা বন্ধুর মুখ,
সে ছিল এক বিড়াল ছানা।
ছোট্ট সাদা এক মুখ,
আমার কাছে এসেছিল ‘মিউ মিউ’ করে,
মনে হয়েছিল ডাকছে আমায় ‘মা মা’ বলে,
উৎসবে ও আলোকসজ্জায় সবাই গেছিল তাকে ভুলে,
তাই বিড়াল ছানাটি বসেছিল,
একা অন্ধকারে গলি রাস্তার কোনে।
ভয়ে কাঁপছিল তার হৃদয়,
খিদেও পেয়েছিল বোধহয়,
তাই সে তাকিয়ে ছিল আমার দিকে,
করুণ ছল্ ছল্ চোখে প্রকাশ করেছিল,
তার মা হারানোর শোক।

তার দুঃখে কেঁদে উঠেছিল আমার মন,
উৎসবের দিনে ছোট্ট বিড়ালেরও হয়তো ইচ্ছে করেছিল,
খেতে তার পছন্দের খাবার,
আনন্দের অধিকার তো ছিল তারও।
তাই এনেছিলাম তাকে ডেকে আমার বাড়ির আঙিনায়,
দিয়েছিলাম তাকে দুধ-ভাত,
নতুন বন্ধুত্ব পাতিয়েছিলাম সেই পুজোর সময়।

মাঝে কেটে গেছে বেশ কিছু বছর,
কিন্তু রয়ে গেছে সেই হৃদয়ের টান।
আজও বাড়ি ফিরলেই শুনতে পাই সেই ‘মিউ মিউ’ ডাক,
সে ছিলো আমার পুজোর শ্রেষ্ঠ উপহার।

কলমে লগ্নজিতা

ইংরেজিতে মাস্টার্স করেছে। ইংরেজি ও বাংলা ভাষাতে কবিতা ও গল্প লেখে অনেকদিন ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here