সকাল-বিকেল টাপুর টুপুর বৃষ্টি-কণা নাচে,
ঘরের চালে বনের মাঝে দিগন্তটার কাছে !
জল থই থই বৃষ্টি দুপুর চাতক পাখির গান,
আজ সারাদিন রুক্ষ মাটির ভাঙছে অভিমান !
হৃদয় জুড়ে মেঘ-মল্লার আবেশ ভরা রাগ,
দূর প্রবাসের মনের খাতায় বিচ্ছেদেরই দাগ !
জল কিশোরী ! জল কিশোরী ! বৃষ্টির গান গাও,
ভরা নদীতে কে ভাসালো বাদল-বেলার নাও !
বৃষ্টি নূপুর ! বৃষ্টি নূপুর ! ছন্দ তোলো মনে,
ভরুক পুকুর ভিজুক মাটি সবুজ জাগুক বনে !
মেঘ বালিকা ! মেঘ বালিকা ! ওড়াও তোমার ডানা,
সব পেয়েছির দিন আজকে নেই যে কোন মানা !
তোমার ছোঁয়ায় জাগবে আকাশ জাগবে সোঁদা গন্ধ,
তোমার নাচে বিশ্বভুবন খুঁজবে জীবন ছন্দ !
তোমার ছোঁয়ায় বিরহ যাক, যাক তপন-তাপ,
পৃথিবী আবার নতুন করে সৃষ্টির ছোঁয়া পাক !!

কলমে গোবিন্দ মোদক, কৃষ্ণনগর, নদীয়া

প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, রূপকথার রূপ-কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here