ভোরের শিউলি তোলা,
শিশির পড়া ভেজা ঘাসের
গন্ধে হারিয়ে যাওয়া।পাড়ার মোড়ে বারোয়ারি তে
যেতাম ছুটে ছুটে,
কেমন করে হচ্ছে দেখি
কার্তিক গণেশ দুগ্গা অসুর
হচ্ছে খুঁটে খুঁটে।করগুণে যে দিনগুলো সব
কাটতো তাড়াতাড়ি,
কখন যেন আসতো চলে
বিজয়া দশমী!
চারটে দিন কেটে গেলো
আনন্দে হুল্লোড়ে।এখন যখন দেখি আমি
পাক ধরেছে চুলে,
ইচ্ছে করে পিছিয়ে যেতে
সবকিছু কে ভুলে।
লাগেনা আর ভালো যেন
বদলে গেছে সবই,
হারিয়ে গেছে শিউলি বকুল
শিশির ভেজা মাটি।
পূজোর গানে হয়না মুখর
হয়না মাতাল মন,
মুঠোফোনের নেশায় এখন
সবাই মশগুল!
লুচি ঘুগনি নাড়ু নিমকির
যাযনা যে আর দেখা
প্রণাম এখন ভীষন ভাবে
পড়ে আছে একা।
মনে আছে এখনও বেশ
দল বেঁধে সব যেতাম
“মাসিমা আছেন নাকি”
আমরা যে সব এলাম!
খাওয়া দাওয়ার সাথে
পেতাম স্নেহ আশীর্বাদ
কেমন করে ভুলতে পারি
অনন্য সেই স্বাদ!
পূজোর সংখ্যা হারিয়ে গেছে
ফ্যসনেরই ভীড়ে,
ফেসবুক আর হোয়াটসঅ্যাপেই
শুভেচ্ছা টাই সারে!
ছোটো বেলার গন্ধ গুলো
হারিয়ে গেল কখন
স্মৃতি চারণ ফিরিয়ে দিলো
পুরোনো আস্বাদন।।
প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
[…] প্রবীর ভদ্র এর আরো লেখা পড়তে ক্লিক করুন "স্মৃতি-চারণ" "জীবন-কড়চা" "আবাহন" "বন্ধ্যা-কবিতা" "দেবীপক্ষ" "স্বাধীনতার-একাকীত্ব" "স্বাধীনতা-যখন-পণ্য" "ফাউন্টেন-পেন" "লজ্জা" […]