স্যমন্তক
কৃষ্ণপ্রেমে মজলো শ্যামা,
মৃগনয়না সত্যভামা|
নিকষ রাতের রঙ কি জানে?
ভালবাসার আসল মানে|
গোত্র, বর্ণ, জাতির ‘পরে,
রাতের রঙও নজির গড়ে|
প্রেমপর্বের সাক্ষী থাকুক,
অশ্বত্থের ঐ শাখের নীচে,
ছায়ার তলার কোমল বাঁশি|
চাঁদের আলো, রাতের কুহক|
আর, স্যমন্তক|
চিলেকোঠা
তেতলার চিলেকোঠাটা আজ খুব ফাঁকা ফাঁকা লাগে|
যেখানে আলতো রোদের হলুদ রঙ তোমার ফর্সা গালটাকে ছুঁয়ে যেত|
বাসাফিরতি পাখিগুলো তোমার ছেলেমানুষি দেখবার জন্য ঐ অ্যান্টেনাটায় ভিড় জমাত|
কিন্তু আজ
রোজ বিকেলের মত ঐ কৃষ্ণচূড়ার ফুলগুলোও তোমার পায়ের কাছে ঝরে পড়ে না|
সূর্যাস্তের লাল আবির আকাশটাকে আগের মত প্রেমিক করে তোলে না|
তেতলার চিলেকোঠাটা আজ খুব ফাঁকা ফাঁকা লাগে|
প্রেম কি ছিল কোনোদিন??
হয়তো ছিল না কোন মন্দবাসার গল্প,
কিন্তু ভালোবাসা,
যেমন করে ঐ আকাশ ভালোবাসে বিকেলের মিঠে রোদকে,
যেমন করে ঐ কৃষ্ণচূড়ার গাছটা ভালবাসে মিষ্টি লাল রঙটাকে,
তেমনি হয়তো আমিও প্রেমে পড়েছিলাম তোমার|
কিংবা তুমি|
থাক্| ভালোবাসা না হয় চিলেকোঠায় তোলা থাক্|
আমাদের জন্য থাকুক মন্দ না বাসার গল্প|
লেখক পরিচিতি : ©দেবাঞ্জন সাহা