নীরবতার কাছে জানতে ইচ্ছে করে
এতো দুঃখ, অভিমান নিয়ে
কি ভাবে দাঁড়িয়ে থাকো !
অবেলার বৃষ্টির মতো ফেলে আসা
দিন গুলো যদি আবার দেখা যায়
তাহলে হয়তো নীরবতা থাকতো না।
আমার তিন-চাকার সাইকেলের কথা
প্রায়ই মনে পরে , সেই ছিল
প্রথম নীরবতাকে কাছে পাওয়া।
প্রেম কোনোদিনই আমার ছিল না
কারণ যার জন্ম নেই, মৃত্যু নেই
তার আকার নেই আছে
শুধু আবেগ। আর হাহাকার।
নীরবতা আমাকে আকাশ
নীল রঙ ,বালি দেখায়
আবার আমার ছেলেবেলাকে।
কবি : চিত্রজিৎ সরকার