মেঘ তুই আয়

মুহা আকমাল হোসেন

0
444
মেঘ তুই মুখ ভারি করেছিস,
 আবহাওয়া -বিদ তাই বললো;
 আফগান মেয়েটির  খিমার দিয়ে
 ঢেকে রাখো তোমার শরম শরীর।
 আজ ঘর থেকে বেরোতে পারি না
 বারান্দায় বৃষ্টি আঁকে
 জুলেখার অভিসারী পদ।
 বুকের ভিতরে বরফ গলে গলুক।
 মেঘ তুই আই-
বঙ্গোপসাগরের  ঢেউ মেখে
 ছুঁয়েনে  উত্তরবঙ্গের একটি ঘরের চাল।
মেঘ তুই-
ছুঁয়েনে -আমার গা – গতর।

কলমে মুহা আকমাল হোসেন, মালদা



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here