মন চলে যায় দূরে ,বহুদূরে
ভেসে আসে এক কান্না আত্মঘাতীর আওয়াজ
হৃদয় ছুঁতে চায় ভালোবাসার আঙিনায়
প্রথম আগমনের অনুভূতির কোলাজ

আগমনের সাথে পাপের আঁধার
ঢেউ তোলে বারেবার
মূর্তির গরল বাষ্পীভূত হয়ে জন্ম হবে আমার আবারো আবার
মূর্তি থেকেই জন্ম আমার ,মূর্তি থেকেই ছায়
রক্তের দাগ ফিরিয়ে আনে বেগুনির বড়াই
সবাই তো চলে যায় , তবু তারা ফিরে আসে কখনো কখনো
সবাইতো হতে চাই অমর, ভাবে যদি কঙ্কাল হয়ে বাঁচতে পারি এখনও
নিজের অতীত পেছনে ডাকে , মৃত্যু টানে কাছে
যারা হারিয়েছে , তারা ভেবে যায়
তারা এখনো জীবিত আছে
ঈশ্বরের টানে ছুটে আসে মৃত্যু, ফুটে উঠে কঙ্কালের আগমন
দেহ হারিয়ে যায় তবু প্রাণ থেকে যায় সকলের মাঝে সর্বক্ষণ
নিজের দাবি, নিজের প্রশ্ন সকলেরই উত্তর চাই
ভালোবাসার টান কাছে টানে , নিজের তৃষ্ণার জবাব পায়
তারপরেই তাহার শান্তি হয় ,প্রকৃত মূর্তি হয়ে যান
সেই প্রতিকৃতি আজও আমাদের হৃদয়ের সাথে পান

কলমে প্রতিম ভট্টাচার্য্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here