পাতা হয়ে যায় একা
ফিকে হয়ে আসে রং
নিথর মনের আত্মগ্লানি ভেসে যায় আন্দোলনের সাথে
ইতিহাসও হারিয়ে যায় তার কাছ থেকে
মনকে টেনে নিয়ে আসে মাটির কাছে
প্রতিটা সময় কিছু না কিছু ভাবিয়ে তোলে ।
মনে হয় যা কিছু হারায় তা কি কখনো ফিরে আসে পরন্ত বেলায়
ভোরে হাঁটতে হাঁটতে ভাবি, জাগে মনে সন্দ
স্বপ্নের হাতছানি দেয়, আমার মনে
কিসের এত দ্বন্দ্ব
স্রোত বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত
মানব সাগর তীরে
হাজারো কথা হাত বাড়ায় আকাশের নীড়ে
ইতিহাসের কথা তো কেবল একি আছে
সব ছবিগুলো আনমনে তাকাই শুধু আমারই কাছে
হাজারো ছবি ,হাজারো কথা ! মনকে নিস্তব্ধতার অন্ধকারে টেনে নিয়ে যায় আজ
বেলা শেষ হয়ে যায় ,অতলের দেওঘরে ছোট শিশু শুধু ভেবে যায় ফেলে আসা দিনের কথা

কলমে প্রতিম ভট্টাচার্য্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here