গাছেদের প্রাণ নেই
গাছেরা জড়
যদি প্রাণ থাকত
যদি মন থাকত
তাহলে তো প্রকৃতি প্রদত্ত রসদের বাইরেও
ওদের চাহিদা থাকত
লোভ থাকত
থাকত উচ্চাঙ্খা
ওদের তো এসব কিছুই নেই
ওদের তাই প্রাণ নেই
ওরা জড়

গাছেরা একে অপরকে
হিংসে করে না
হিংস্র নখ দাঁতে করে না ক্ষত বিক্ষত
ওরা কেউ কারও প্রতিপক্ষ নয়
প্রতিশোধের লেলিহান দাবানলও নেই ওদের  মধ্যে
ওরা জানে জায়গা ছেড়ে দিতে
মিলেমিশে থাকতে হয় একে ওপরের সাথে
আগাছা কিংবা পরগাছাও
ওদের কাছে নগন্য নয়
ওরা আলিঙ্গন করে পরস্পর বিনা শর্তে
এসবই ওদের নিস্প্রানতার লক্ষন
ওরা তাই জড়
ওদের প্রান নেই

গাছেদের প্রাণ নেই
তাই এটা ভেবে ভুল কোরো না যে
ওদের আঘাত লাগে
এটা ভেবে ম্রীয়মান হোয়ো যেন যে
ভালবাসার বিনিময়ে অবহেলা উপেক্ষা পেয়ে ওদের কষ্ট হয়
নিজেদের অপরাধী ভেবে তোমরা ওদের জন্য কষ্ট পেও না যেন

গাছেদের করুণা নয়
অকৃপণ কৃপা নয়
এমনকি সহমর্মিতা  কিংবা সমবেদনাও নয়
ওদের নিয়ে এত বিচলিত হওয়ার কোনো দরকার নেই আজ
কারন ওদের প্রাণ নেই
ওরা যে জড়..

কলমে কৃষ্ণ বর্মন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here