প্রাণ প্রকৃতি ও চেতনা

এই মহাবিশ্বে পরম সত্য হলো প্রকৃতির নিয়ম। যা চরম ও নির্দিষ্ট। এই নিয়মের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। মহাকালের অনুষঙ্গে প্রকৃতি তার আপন নিয়মের খেলাই খেলে চলেছে সৃষ্টিলগ্ন থেকে। প্রকৃতি যেমন অতি বৃহৎ, তেমনি ক্ষুদ্রাতিক্ষুদ্র! মহাবৈশ্বিক প্রকৃতির সর্ববৃহৎ অংশ গ্যালাক্সি ফিলামেণ্ট থেকে শুরু করে অতি ক্ষুদ্র অবপারমাণবিক কণিকা পর্যন্ত প্রকৃতি তার আপন নিয়মের খেলা খেলে চলেছে … Continue reading প্রাণ প্রকৃতি ও চেতনা