C/o, ফুটপাথ – ছন্দ কবিতা

0
1070
Photo: Oneindia

ফুটপাথে ওরা শুয়ে থাকে রাতভোর ,
ওদের ঘরে , দিতে হয় না যে দোর ॥

ওরা বেঁচে থাকে ওদের মতোই করে ,
ওরা লড়ে যায় নিজ কলজের জোরে ॥

গরমের তাপে নেই কোন ভ্রুক্ষেপ ,
ঠান্ডা শীতেও জোটে না ওদের লেপ ॥

বর্ষায় ছেঁড়া প্লাস্টিকই ভরসা ,
সারা রাত শোনে বৃষ্টিরই জলসা ॥

এরই মাঝে ওরা খুঁজে নেয় ঠিক সুখ ,
ভাঙ্গা খেলনায় , খুশি কচি শিশু মুখ ॥

স্কুল – বই – খাতা অচেনা ওদের কাছে ,
দিন কাটে ছেঁড়া প্লাস্টিক , ভাঙ্গা কাঁচে ॥

এসব কুড়িয়ে , দিন হয় গুজরান ,
অমিল হলেই ফ্যানাভাতে পড়ে টান ॥

অসুখ – বিসুখ হতে যে ওদের মানা ,
কে দেবে ওষুধ , নেবে ডাক্তার খানা ॥

রাত বিরেতে আসে যে হল্লা গাড়ি ,
ফুটপাথ ফাঁকা, করার হুকুম জারি ॥

এভাবে ওদের , দিন কেটে যায় বেশ ,
ফুটপাথ ই ওদের ,ঘর – রাজ্য – দেশ ॥

এখানে ওদের চুরি যায় শৈশব ,
হোর্ডিং, ব্যানারে “শিশু দিবস”-এর স্তব ॥

ওদের নিয়ে কাব্যি জমে যে ভালো ,
কবিতা , গল্প পায় প্রচারের আলো ॥

ওদের স্বপ্নে একমুঠো সাদা ভাত ,
ওরা পথশিশু , কেয়ার অফ ফুটপাথ ॥

 

কবি :- শ্রী অমিতাভ কর, কলকাতা .

বিঃ দ্রঃ লেখাটি Quaterly Creative Writing Competition ,June, 2019 এর একটি এন্ট্রি .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here