বোকা হতে কেউ রাজী নয়।
অথচ বোকা সাজতে কারো আপত্তি নেই।
বোকা সেজে থাকাই ভাল
যাতে চালাকিটা চোখে না পড়ে।বোকা সেজে বোকা বানানোর খেলায়
সকলেই প্রায় পারদর্শী।
অতি চালাকের সর্বদা গলায় দড়ি প্রাপ্তি না হলেও
আদতে সে বোকা বনে গেছে বোকার চালাকিতে।
আমি বোকা আর চালাকের স্পর্শ রেখায় দাঁড়িয়ে
ভুলের মাশুল গুনছি শুধু।
চিরকাল বোকা হয়ে রয়ে যাব
তবু চালাকির শঠতায় কাউকে বোকা বানাব না–
স্ব-ধার্য এই নীতি মানতে গিয়ে
বারবার আমি বোকা হিসেবেই প্রতিপন্ন হয়েছি।
চালাকিটা কোনো অপরাধ নয়।
চালাকিটা এক কৌশলে।
না জানি আপাত বোকা বনে থাকা কতজন
এই কৌশলের সৌজন্যে
কুশলতায় অতিক্রান্ত করছে
বোকা বানানোর আঁটোসাটো বুননকে।
আমি বারবার ফাঁদে জড়িয়ে হাঁসফাঁস করেছি
চালাকের ভোজ্য আর ভোগ্য হওয়ার জন্য।
তবুও আমি বোকা হয়েই থাকতে চাই।
বোকা হয়ে থাকলে
অসতর্কতায় চোখ থেকে গড়িয়ে পড়া জল,
হাজার চেষ্টা করেও বুকে না চেপে রাখতে পারা দীর্ঘঃশ্বাস,
বালিশে মুখে গুজে নৈঃশব্দে আর্তনাদ
কিংবা আফসোস আর অপ্রাপ্তির বিলাপকে
সকলে বোকার প্রলাপ বলেই ভাববে।
আসলে আমি যত বোকাই হয়ই না কেন
সামান্যতম চালাকিতেও কারো
কষ্ট কিংবা করুণার উদ্রেক করতে চাইনা।
জীবন বারবার আমাকে বোকা বানিয়েছে।
আমিও স্বেচ্ছায় শিখে নিয়েছি বোকামি–
বোকা সেজে থাকার দুনিয়ায়
কাউকে বোকা বানাতে নয়
বরং বারবার বোকা হয়ে
ভুলের মাশুল গুনতে।
কৃষ্ণ বর্মন