লাশের ওপর জমছে লাশ, কাঁদছে কবর, কাঁদছে শ্মশান;
ভুখা ভারতের জ্বলছে পেট, বৈপরীত্যের হোক অবসান।

মজুত করা খাবার নিয়ে তোমার আমার সুখ-স্বর্গ;
এক লহমায় উধাও হ’লো চায়ের ঠেকের বাক্-তর্ক।

শ্রমিক, তোমার পায়ের রক্তে আলপনা পড়ে রাস্তায়—
আয়েশ ক’রে সোফায় ব’সে, আমার চোখ যে টিভির পর্দায়।

কথার ওপর সাজিয়ে কথা, আড়ম্বরের সভা-ভাষণ;
মিথ্যে আওয়াজ, মিটিং-মিছিল, স্তাবকের ওই শোষণ-শাসন।

মন-ভোলানো ভালোবাসা তাদের জন্য অভিশাপ,
ঘরবন্দি জীবনে যাদের মনের মধ্যেই নিম্নচাপ।

বিচার কোথাও থমকে দাঁড়ায়, অপরাধীর হয় না সাজা;
বেকারত্ব, আর বিভেদ ক’রে মরছে শুধুই গরিব প্রজা।

ঈদের চাঁদ হোক, বা, পূর্ণিমার; সালমা, সরমা যাক মিশে,
বহুদিনের স্বপ্ন দেখা যুদ্ধহীন এক নতুন দেশে।

ভালোবাসার জোরেই চলুক ঘরে ঘরে পুজো, নমাজ;
মনুষ্যত্ব-কে সঙ্গী ক’রেই বদলে যাক এই ধূসর সমাজ।

 

 

কলমে সুপ্রিয়া মণ্ডল, চুনাপুর, মুর্শিদাবাদ

লিখতে খুব ভালবাসি; এছাড়াও কবিতা আবৃত্তি, গল্প পাঠ ইত্যাদিও অন্তরের অনুভূতি দিয়ে করি। লেখালেখির যাত্রাপথ সবে শুরু, আপনাদের সকলের আশীর্বাদ ও সমর্থন নিয়ে অনেক দূর চলতে চাই।



লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন

অগ্নিকন্যা ননীবালা দেবী         সৌন্দর্য        শতাব্দী, ভালো থাকিস   


        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here