আমার ছিল

2
2184
Childhood @ M K Paul

আমার ছিল খোলা আকাশ
আর ছিল অনেক আদর।
আমার ছিল এলো চুল আর
হালকা শীতে পাতলা চাদর।

আমার উঠান কিতকিত ছক ,
কুয়োয় দেখা নিজের মুখ।
আমার বিকেল পাঁচিল পেড়িয়ে
হাত-পা কাটা ,ধরপরে বুক।

আমার প্রিয় তেঁতুল গুলো
পেনসিল বক্সে বন্দি হতো।
আমার শৈশব সরল ছিল
অনেকটা ঠিক সবার মতো।

আমার প্রিয় সবুজ জামা
পুতুল থেকে গাড়ির শৌখিন ;
মেলা মানেই কাকার সাথে
খেলনা কেনা ,রঙিন রঙিন।

আমার দূর্গা; নতুন জামা ;
হাতে পাওয়া পাঁচ-দশটা টাকা।
কত স্বপ্ন থাকতো চোখে
সপ্তমীতে পকেট ফাঁকা।

সবার মাঝে মা-ও ছিল
আজও আছে,থাকবে সদাই ;
মা ছাড়া আবঝা শৈশব
ঝাপসা হবে জীবন বোধহয়।

আরো কত কিছু ছিল ;আছে
কিছু ;কিছু গেলো।
চোখ বুজলেই সামনে ভাসে
আমার শৈশব ,বড্ড ভালো।

 

আরো লেখা পড়তে ক্লিক করুন 

 একই সব নষ্ট      ফাঁদ আর হাসি    হিজিবিজি     আসছি      নারীদিবসে    কোথায় 

 সাত সাতটি বছর      ইচ্ছে         দুটি পাখি  মা-র কালো মেয়ে    গল্প      উল্লাস

   তুমি            শুধু তুই         আমি     চাহিদার বসবাস   শরীর-মন    রক্ত   

 ফাঁদ আর হাসি     মরিবার তরে      কথা ছিল     ইচ্ছেপূরণ     তুমি-আমিতে   সময় 

 আমার ছিল:CopyRight @ M K Paul, 24th July,2018

2 COMMENTS

  1. আমার ছিল পড়ে মনে পড়লো আমার কি কি ছিল।।

    • তোমাকে তোমার শৈশব মনে করাতে পেরেছি , এতেই আমার লেখা সার্থকতা পেলো। ধন্যবাদ দিদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here