তুমি আমায় অভিমান শেখাও…

আমি শুনেছি গভীর অরণ্যে সূর্যের সাথে
তার নিভৃত আলাপ ,

আমি শুনেছি সাগরের নীলাভ অতলে
বেড়ে ওঠা নরম লতাদের ছায়া তার বড় প্রিয় ,

আমি শুনেছি বিহঙ্গের উষ্ণ চাদরের মাঝে সে
এক জনমের নিরবিচ্ছিন্ন শীত প্রশমন করে ,

আমি শুনেছি আমার শৈশবের মফঃস্বলে
সে চিরকাল পৌঁছেছে অল্প কিছু দেরিতে ,

আকাশে পাক খেয়ে ওঠে রেলগাড়ির কালো ধোঁয়া ,

তারপর বর্ষা নামে ,
আমাদের মফঃস্বলের বর্ষা তুমি কখনো দেখোনি , তিতলিঝোরা |

তুমি আমায় বরং অভিমান শেখাও ….

কলমে সৌভিক ঘোষ, হাসনাবাদ

পেশায় ইংরেজি বিষয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক | লিখতে ভালোবাসি | আমার মনে হয়  যেখানে মুখের ভাষা , প্রকৃতির সাথে হৃদয়ের ভাবাবেগকে যথাযথ ভাবে ব্যক্ত করতে অসমর্থ হয় , সেই অপূর্ণতা থেকেই  একটি সৃষ্টির অঙ্কুরোদ্গম হয় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here