ময়ুর পুচ্ছ হতে ঝরি
তাঁহার কোমল চরণ তলে,
জনম তবে সফল হলো,
ময়ূর পুচ্ছ পেখম দলে।
গবর্ধনে, সেই দুপুরে,
বাদল যখন গভীর কালো-
আকাশ তখন কোন খেয়ালে,
শ্যামের সাথে রং মেলালো।
গুরু গুরু মেঘ গমরি গমরি,
গরজে গগন ভেদ করে,
সূূর্য তখন বিরাম নিতে,
মুখ লুকায়ে মেঘের পরে।
চারিদিক তখন শান্ত গভীর,
তৃণদল চুপ নত শিড়ে,
হাওয়াই কেবল একই সুরে-
বয়ে চলে ধিরে ধিরে।।
এমন ক্ষনে, উঠলো জাগি,
বাঁশি হাতে লইলো তুলি,
বাঁশির সেই অচিন সুরে,
জগৎ তখন জগৎ ভুলি।।
চারিদিক তখন কোমল স্বরে,
উঠিছে মগন নেশা লাগি,
ঝিরি ঝিরি বারি ধারা,
মায়া তখন উঠছে জাগি ।
কলাপী-কেকা উতলা হয়ে,
পুচ্ছ তাদের মেলিয়া ধরি-
কলরবে সুর মেলায়ে,
সুরের ঝর্ণা ঝরালো ভরি।।
পেখম মেলি নাচিয়া উঠি,
দলে দলে ধিরে ধিরে,
সুরের মায়ার, তালে তালে,
নাচিয়া বেড়ায় তাঁহারে ঘিরে।।
আমরা পেখম মাঝে তখন
হেলিয়া দুলিয়া নেশায় মগন,
আনন্দে সব পালক মোরা,
বাতাস মাখি, চুম্বি গগন।।
ময়ূর মাঝে তিনি নাচেন,
ঘিরি ঘিরি , তা তা তাথৈ,
মায়া আরো ঘনিয়ে ওঠে,
মায়া নিজেই মগ্ন ওই-
নৃত্য শেষে ময়ূর রাজ-
আসিয়া তাঁহার চরণ পরে,
সমর্পিলো মোদের কজন,
পালক দিয়া বরণ করে।।
তাহার মাঝে ছিনু আমি,
তাহার লাগি আশা করি,
আমায় দেখো লইলো তুলি,
পাগড়ি মাঝে লইলো পরি।।
স্বর্গ তখন আসিছে নামি,
রূপের ছটার আলোয় ঢাকি,
জন্ম মোর সফল তখন,
মাথায় তাঁহার দুলিনু আমি।।
ময়ূর পালক কতই আছে,
আমি তাদের সঙ্গী হারা,
একা দেখো কথায় রাজি,
তাঁহার মাথায়, আত্মহারা !
মাথায় থেকেও চরণ ঝুাঁকি,
কোমল পাদ-পদ্মে লুটি,
মুকুট যাহার পরে হেলে,
কুঞ্জবনে মগ্ন জুটি।।
তুচ্ছ জনম কেমন দেখো
উচ্চ হয়ে সফল আজি
হরির সাথে মিলিয়ে গিয়ে,
হরির নামের রসে বাঁচি।।
কলমে প্রতীতি দে
Write and Win: Participate in Creative writing Contest & International Essay Contest and win fabulous prizes.
খুবই ভাল লাগল
Ashadharon