মৃত্যু কী জানে,
তোমার দরজায় কেউ কড়া নাড়ে।
মৃত্যু কী জানে,
আদ্যোপান্ত গল্পের মানে।
মৃত্যু কী জানে,
পর্দার ফাঁকে কেউ যেন ডাকে।
মৃত্যু কী জানে,
কঠিন বাস্তবের মানে।
মৃত্যু কী জানে,
ভাঙ্গা হৃদয় গুছিয়ে নিতে।
মৃত্যু কী জানে,
অপেক্ষারত প্রহরীর মানে।
মৃত্যু কী জানে,
নীরব তুমি চুপিসারে।
মৃত্যু কী জানে,
তোমার অট্টহাসির মানে।
মৃত্যু কী জানে,
লাশ ভর্তি শ্মশানে।
মৃত্যু কী জানে,
স্বজন হারানোর মানে।
মৃত্যু কী জানে,
সাদা কাফনের আলিঙ্গনে।
মৃত্যু কী জানে,
মৃত্যুঞ্জয় সফরের মানে।
মৃত্যু কী জানে,
সময়ের স্রোত যায় বয়ে।
মৃত্যু কী জানে,
ফিরে আসার মানে।
কলমে সরস্বতী বিশ্বাস, কালনা, পূর্ব বর্ধমান
সংস্কৃতে এম.এ,বি.এড।বর্তমানে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি আর টুকটাক লেখালেখিও করি। বেশ কয়েকটা ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হয়েছে।