প্রতিটি মানুষের একটা নিজের মানুষ চাই;
যার সাথে অবলীলায় ভাগ করে নেওয়া যায়,
সারাদিনের সবটুকু।

প্রতিটি মানুষের একটা নিজের মানুষ চাই;
যার আশ্রয়ে নয়,আশ্বাস আর ভরসায় পেরিয়ে
যাওয়া যায়,আসমুদ্র দুঃখযাপন।

প্রতিটি মানুষের একটা নিজের মানুষ চাই;
যে জোড়া লাগিয়ে বেঁচে থাকার ইচ্ছে জোগায় অবিরত,অথচ সে নিজেই হয়তো ভেঙ্গেচুরে চুরমার, একদম ঠিক ভেতর থেকে!

যদিও জানা আছে খুব, বেলাশেষে আসলে
সবাই একলা! তবুও প্রতিটি মানুষের একটা
ভাঙ্গা মানুষ চাই; যে সহজেই বুঝতে জানে
ভাঙ্গনের ইতিকথা,তৈরি করতে পারে সহজ
ইমারত, ভাঙ্গা নুড়ি-পাথর দিয়েই, নতুনভাবে।

কলমে অমিত কুমার সাহা, নবদ্বীপ

পেশাগতভাবে শিক্ষকতার সাথে যুক্ত। বাঁচার রসদ খুঁজে পান লেখালেখি আর প্রকৃতির মাঝে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here