আত্মার সঞ্চয় তুমি ,
বহুমূল্যের রক্তের টান বয়ে
সময়ের স্রোতে জোয়ার এলেও ,
তুমি থেকো ,
প্রিয় বান্ধবী হয়ে।
বান্ধবী তুমি আমার
গোপনের সব আড়াল ঠেলে
স্বপ্ন শুধু তোমায় জুড়ে
সবাইকে পিছে ফেলে।
টুকরো টুকরো মুহূর্তেরা
বিন্দু বিন্দু মন,
জীবন আর যন্ত্রণাতে ,
তোমার হাসি,যেন,যখেরধন।
আমার তোমার সব বৈষম্য-এ
সব মিলের মাঝে,
তোমার দুহাতের স্পর্শ থাকুক
বিবর্ণ বার্ধক্যের সাঁঝে।
ন’মাস আর দশ দিন , কেন !
জীবনের প্রতিটি দিন ,
তোমার নামে উৎসর্গকৃত ,
তোমাতেই সব রঙ্গিন।
সময় নামক নদী চলবে
নিটোল মমতা বয়ে,
ভাটা পরে যাবে যে দিন এ স্রোতে
হাতে হাত রেখো ,তুমি অন্তত
প্রিয় বান্ধবী হয়ে।
©মৌসুমী
©মন_ও_মৌসুমী