পুজো মানে

Durga Puja Special

0
3272

পুজো মানে হরেক রকম হাসি মজার ঝুলি
পুজো মানে চাওয়া পাওয়া হিসাবী আধুলি ।
পুজো মানে ভেসে যাওয়া সুখের বিলাসে
সব ভুলে মন মেতে ওঠে দারুন অভিলাসে ।

পুজো মানে গল্প, আড্ডা, খাওয়া সুখের ঘুম
তারস্বরে মাইক আর বাড়ে শব্দ বাজির ধুম।
পুজো মানেই রঙিন হওয়া এক পশলা সুখ
অনেক দূরে হারিয়ে ফেলা অজানা এক মুখ।

পুজো মানে নতুন খুশি নতুন হাওয়ায় ভাসা
পুরানোকে সাথে করে ভিড়ের মাঝে মেশা ।
পুজো মানে মজা হাসির অনেকটা শয়তানি
ফুচকা,ঘুগনি, বৃষ্টির সাথে একটু হয়রানি ।

পুজো মানে আলো মেখে সেল্ফি তোলার ঝোঁক
রামধনু রঙ মিলেমিশে সবাই আনন্দে একহোক ।
পুজো মানে ঘোরাঘুরি আর একটু আধটু আড়ি
খুশির মাঝেই হঠাৎ ফোনে ফিরে আসি বাড়ি ।

অষ্টমির অঞ্জলি,প্রেম,ছোটদের বেলুন খেলা
ঢাকের তালে নাচে এ মন দেখে ভিড়ের মেলা ।
বৃষ্টি ভিজে ঠাকুর দেখা হাজার বারন জ্ঞানে
বুদ্ধি করে বুঝিয়ে দেওয়া বাঙালিয়ানার মানে ।

পুজো মানে ভোগের আবেশ আকাশ বাতাস জুড়ে
গ্রাম প্রকৃতি সেজে ওঠে দেখো আগমনীর সুরে ।
পুজো মানে বিজয়া পালন মিষ্টি মুখের সাথে
ধুনুচি নাচের রেশটা থামে বিসর্জনের রাতে ।

পুজো মানেই টাকার খেলা থিমের কলরব
ছন্দবিহীন রেসারেসির সুরার আকুল ডাক ।
লোক দেখানো ভক্তি সুরে সাজো সাজো রব
ছিটেফোঁটাও পায় না ওরা পুজোর খুশির ডাক ।

পুজো মানেই আমার পুজো, তোমার পুজো নয়
নতুন নতুন পরব পোশাক, সে মলিন বস্ত্র গায় ।
আমার পুজো আনবে খুশির জোয়ার হিল্লোল
তোমার পুজোয় উঠবে জেগে দুয়োরানীর কল্লোল ।

দিন গুলি মোর কেটে যাবে রঙিন সাজে সুরে
থাকবে তুমি বদ্ধ ঘরে পুজোর থেকে দূরে ।
অনেক ফারাক তোমার আমার ঘুচবে নাকো আর
না যদি দিই পোশাক, শিক্ষা যা সবার অলংকার।

মাটির পুজো অনেক হলো, সত্যি পুজো নাই
ভন্ড সাজে আমরা সবাই মন্ডপেতে যাই ।
চাই নাকো আর ভ্রূনহত্যা,ডুবতে অন্ধকূপে
তবে মিথ্যা কেন আরাধনা মা দূর্গা রূপে।

ধর্ষকামী পুরুষ তুমি, তবে ভ্রষ্টা কেন নারী
আলোর ছটায় হারিয়ে যাবে সব অহংকারী ।
এবার চলো সাজিয়ে ফেলি হাজার হাজার মাকে
বাস্তবায়িত করি মিলে ছোটো প্রকল্প গুলিকে ।

আগামী দিনের হাতছানিটি ডাকছে কাছে এসে
তোমার পুজো আমার হবে হাজার হাসি মিশে ।
পুজো মানে অন্য রকম আলাদা এক টান
জীবন যেদিন এনে দেবে তোমার পুজোর মান ।

পুজো মানেই মেতে ওঠা জাতির অধিকার
ফিরিয়ে দেব তোমার পুজো করছি অঙ্গীকার ।

 

দেবার্থ রায় , বেনারস হিন্দু ইউনিভার্সিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here