প্রস্তাব
———–
আজকের এই ওয়েবিনারে
উপস্থিত মাননীয় সভাপতি এবং
বিশিষ্ট বুদ্ধিজীবীরা যারা দূরদুরান্ত থেকে
কাঁটা তারের সীমানা পেরিয়ে আমাদের সঙ্গে
যুক্ত রয়েছেন আন্তঃজালে, আমি সকলকে জানাই আমাদের
‘কবিতা ঘর’ এর পক্ষথেকে শ্রদ্ধা এবং ভালবাসা!
আজ আমি তিনটি প্রস্তাব নিয়ে এসেছি আপনাদের কাছে
প্রস্তাব এক : এই দীর্ণ সময়ে দাঁড়িয়ে সমস্ত আপাত
মূখ মানুষের মুখে তুলে দিতে হবে ভাষা!
প্রস্তাব দুই : এই সময়ের প্রতিটি অন্ধকার কোণে
জ্বালিয়ে দিতে হবে আলো!
প্রস্তাব তিন : মুছে ফেলতে হবে সর্বহারাদের পাঁজরে লেগে থাকা
বিষাদের দাগ! গলানো বরফের জলকণায় ধুয়ে মুছে
দিতে হবে সংগ্রামী চাষিদের না ঘুমতে পারার ক্লান্তির চিহ্ন!
আলোচনা
—————
নির্বেদ ভালবাসায়
আমরা লাভ করেছি দুঃখের উত্তরাধিকার
আর দেহলীর সীমান্তে রক্তাক্ত কাঠের গন্ধ!
স্নায়ুর সুড়ঙ্গ জুড়ে
আমরা দেখেছি
ঝড়ে ভাঙ্গা উদাসী পাখির সংসার
পৃথিবীর শান্ত নির্জন মাঠে হানাদারী বিনিদ্র রাত…
ব্যাথায় কুঁকড়ে ওঠা শীতের প্রহারে ক্লিষ্ট পাখিদের সারারাত!
সিদ্ধান্ত
————
ওদের আছে
তমিস্রময় গহন অন্ধকার
আমাদের আছে আগুন দৃষ্টি….
আমাদের হেঁটে যেতে হবে নক্ষত্রের মতো অনন্ত দ্রাঘিমাংশের পথে!
কলমে দেবদত্ত চক্রবর্ত্তী, আসাম