দীন ভিখারি

5
3456
Photo By Smita Basu
পথের ধারেই রইনু বসে,
পথ যে আমার ঘর।
পথই আমার সঙ্গী আপন,
আর যে সবাই পর।
দীন ভিখারি বেশে যখন
তোমার দ্বারে আসি,
ভিক্ষা রূপে পাই যে তোমার
বিদ্রুপের ই হাসি।
রাজকন্যা তুমি ওগো
তুমি রাজকুমারী,
দীন ভিখারি আমি
জানি যোগ্য নয় তোমারই।
সাধ থাকলেও নেই যে সাধ্য
সেটাই মনে মানি,
জানি তুমি একদিন হবে
কোনো রাজার রানী।
সেদিন হয়তো উড়িয়ে ধুলো
যাবে যে পথ ধরে
আমি যে গো দীন ভিখারি
রব পথের পরে।
                     — অমিত মজুমদার
কবি অমিত মজুমদার
কবি অমিত মজুমদার, কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান শাখার একজন স্নাতকোত্তর, নিবাস কলকাতায়, জৈব সার ও জৈব উপকরণ প্রস্তুতকারক সংস্থায় কর্মরত। ছোট্ট থেকে কবিতা লেখা সখে বা কারোর অনুরোধে।

 

 

 

 

অমিত মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন  হঠাৎ খুঁজে পাওয়া ক্ষণিকের স্মৃতি

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here