একবার জন্ম দিনে তোকে পেয়েছিলাম,
তোর রূপে আমি মুগ্ধ ছিলাম
সেই লাল আভা তে তুই অপরুপা
শরীরের গঠন ও বেশ ছিপছিপে
আমার বসার ঘরে সাজিয়ে রাখলাম
ঘর টা আরো সুসজ্জিত হয়ে উঠলো
তোকে সাজানোর খুব ইচ্ছে হয়েছিল আমার
তাই তোর সাথে মানান সই কিছু ফুল তোর মাথায় সাজিয়ে দিলাম
তোর রূপে , চোখ ফেরানো যায় না
একদিন হটাৎ ই এক ঝড়ো হওয়ার তোড়ে ধাক্কা খেলি তুই,
চিড়ে গেল তোর শরীরের এক অংশ
শরীরের কিছু ঝরা রক্ত ঝরে পড়লো মাটিতে,
তোকে কোলে নিয়ে যত্ন করে ওষুধ লাগিয়ে দিলাম
ধীরে ধীরে সেরে উঠলি তুই
কিন্তু তোর রূপে এক দাগ রয়ে গেল
যা অবিলীন,
তবু তুই সুন্দর
আমার ঘরে সুসজ্জিত
আমার প্রিয় সেই ফুলদানি টি …
——-দীপিতা চ্যাটার্জী
এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন তোমাকে-চেয়েছি অনুভূতি স্বপ্ন বৃষ্টি
Khub sundar
ধন্যবাদ
Nicely written
তোমার অপরূপ ফুলদানির সাথে তুমিও হয়ে থেকো অপরূপা।। অবিলীন অকৃত্রিম তোমার এই চাওয়া-পাওয়া।
বেশ ভালো।
ভাবনা টা Unique.